এখানে আপনি বাসা সাবলেট সিট খুঁজে পাবেন। ভাড়াটিয়া বা বাসার মালিকদের সাথে সরাসরি ভালো মন্দ আলাপ করে নিয়েন। প্যারিস বাংলা শুধুমাত্র এডভার্টসইজিং করিতেছে। ভালো মন্দ কিছুই জানে না । সার্ভিস শেষ কিন্তু এর পরে ও যদি কোনো ব্যাক্তি তার এড্ডটি ডিলিট না করে তাহলে প্যারিস বাংলা তে কমপ্লেইন করুন এবং বিনিময়ে প্যারিস বাংলা কয়েন সংগ্রহ করুন।